ডাকসুর সংশোধনী ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিভিন্ন প্রার্থীর কেন্দ্রীয় এবং হল ভোটে হিসেবে গড়মিল পাওয়া যাওয়ায় ভুল সংশোধন করে পুনরায় ডাকসুর ফল প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন
আজ রবিবার নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।
তবে ভুলের বিষয়টিকে টাইপিং মিসটেক বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম। সাংবাদিকদের তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেটা যোগ করে পেয়েছে সেটাই সঠিক। এজন্যই তাদের কাছে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে।’
ভুলের ব্যাপারে তিনি বলেন, ‘ভোররাত পর্যন্ত গণনার পত সবাই ক্লান্ত ছিল। তখন সবারই ঘুম ঘুম ভাব ছিল, যার ফলে অনেকে পাঁচের জায়গা চার লিখেছে। এগুলো টাইপোলজিক্যাল মিসটেক। তবে এটা সংশোধন করে আজ সন্ধ্যার মধ্যে দেওয়া হবে।’
আপনার প্রতিক্রিয়া জানান
❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।