বিদেশে হামাস নেতাদের উপর নতুন হামলার ইঙ্গিত ইসরায়েলের

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিদেশে হামাস নেতাদের উপর নতুন হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ায় লেবানন, কাতার ও অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের নিরাপত্তা ঝুঁকির মুখে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আহ্বান জানালেও ইসরায়েল কঠোর অবস্থানে অটল রয়েছে। সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও বিদেশে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে হামলা চালাতে পারে ইসরায়েল এমন আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা যেখানেই অবস্থান করুন না কেন, তারা ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানের বাইরে নন।
সম্প্রতি লেবানন, কাতার ও তুরস্কে অবস্থানরত হামাস নেতাদের কার্যক্রম নিয়ে ইসরায়েল কঠোর অবস্থান নিয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বিদেশে থাকা নেতারা সশস্ত্র হামলার পরিকল্পনা ও আর্থিক সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে ইসরায়েল সরকার মনে করছে, তাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই।
হামাসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে সংগঠনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিদেশে অবস্থানরত নেতাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাদের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিদেশে হামাস নেতাদের উপর হামলা চালানো হলে তা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলবে। লেবানন ও কাতারের মতো দেশগুলোতে এ ধরনের পদক্ষেপ নিলে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। পাশাপাশি এতে মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে ইসরায়েলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব, তবে এ ধরনের টার্গেটেড হামলা শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।