চাকসু নির্বাচনে প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু নির্বাচনে প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে সংগঠনটির পক্ষ থেকে কোনো প্যানেলও ঘোষণা করা হয়নি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাগছাস বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আল মাসনূন। তিনি জানান, বাগছাস সংগঠন হিসেবে নির্বাচনে অংশ নেবে না এবং কোনো প্যানেল দেবে না। তবে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ চাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে আল মাসনূন বলেন, আজ সন্ধ্যার মধ্যে একটি লিখিত বিবৃতির মাধ্যমে বিস্তারিত কারণ জানানো হবে। তিনি আরও জানান, সংগঠন প্যানেল না দিলেও তাদের অন্তত পাঁচজন নেতা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বাগছাস বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আশরাফ চৌধুরী। তিনি কেন্দ্রীয় সংসদের ক্যারিয়ার উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যারিয়ার-সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তিনি এই পদে প্রার্থী হয়েছেন। তার দাবি, বাগছাস সংগঠন হিসেবে নির্বাচনে না এলেও ব্যক্তি পর্যায়ে তাদের কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ