শিক্ষার্থীদের দীর্ঘ ভোগান্তির অবসান, ঢাবির হলে ৫০৪টি ফ্যান বরাদ্দ

শিক্ষার্থীদের দীর্ঘ ভোগান্তির অবসান, ঢাবির হলে ৫০৪টি ফ্যান বরাদ্দ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদের দীর্ঘদিনের একটি ভোগান্তি অবসানের পথে। জুলাই শহীদ স্মৃতি ভবন চালু হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা ছিল রুমে ফ্যান না থাকা। এতে করে গরমে কষ্ট পোহাতে হচ্ছিল আবাসিকদের। অবশেষে সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে।

শেখ মুজিবুর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ প্রেরিত এক বার্তায় জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনার মাধ্যমে ফ্যান সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হলে মোট ৫০৪টি ফ্যান পৌঁছে দেওয়ার কথা রয়েছে। ফ্যান পৌঁছার সঙ্গে সঙ্গেই হল প্রশাসনের উদ্যোগে সেগুলো প্রতিটি রুমে সেটআপ করার ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা জানান, নতুন ভবনে উঠার সময় থেকে রুমে ফ্যান না থাকায় তারা চরম দুর্ভোগে ছিলেন। গরমের দিনে নিরুপায় হয়ে অনেকেই নিজেদের খরচে টেবিল ফ্যান ব্যবহার করেছেন। তবে ভবনের নকশা অনুযায়ী স্থায়ী ফ্যান ছাড়া আর কোনো উপায় ছিল না। এ কারণে ফ্যানের দাবিতে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে যোগাযোগ করেছিলেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিষয়টি দ্রুত সমাধানের জন্য শুরু থেকেই কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। তাঁদের নিরলস প্রচেষ্টা ও হল সংসদের তাগাদার ফলে অবশেষে বরাদ্দকৃত ফ্যানের অনুমোদন ও সরবরাহ নিশ্চিত হলো। এ জন্য সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়েছে যে, নির্ধারিত তারিখে ফ্যানগুলো হলে পৌঁছে যাবে এবং দ্রুতই সেটআপ কার্যক্রম শেষ হবে। এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে আরামদায়ক আবাসিক পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ