প্রয়াত দুই অধ্যাপকের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত স্মরণসভায় আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) প্রয়াত অধ্যাপক ড. এম. শমশের আলী এবং অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা তাঁদের অবদান তুলে ধরেন এবং দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে তাঁদের কর্মের গুরুত্ব স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি প্রয়াত দুই শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন, “তাঁদের জীবন ও কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠুক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল ও অধ্যাপক ড. ফরিদা বেগম।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার। সঞ্চালনা করেন বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে মরহুম অধ্যাপক ড. এম. শমশের আলীর সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন অধ্যাপক ড. খন্দকার সাদাত হোসেন এবং মরহুম অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদের জীবনী পাঠ করেন অধ্যাপক ড. নওরীন আহসান।
স্মরণসভায় মরহুম অধ্যাপক ড. এম. শমশের আলীর ছেলে জিহান এবং মরহুম অধ্যাপক ড. আর আই এম আমিনুর রশীদের বোন নাসরিন কবির আবেগঘন বক্তব্য দেন। বক্তারা প্রয়াত দুই শিক্ষকের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁদের অবদানকে স্মরণীয় করে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।