গাজায় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান শুরু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটিতে হামাসের বিরুদ্ধে দীর্ঘপ্রত্যাশিত স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) সোমবার রাতে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে অভিযানের সূচনা করে এবং শহরের কেন্দ্রভাগে গভীরভাবে প্রবেশ করে। এতে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসঙ্ঘ একে হত্যাযজ্ঞ হিসেবে নিন্দা জানিয়ে ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য উচ্চপদস্থ নেতারা এই অপরাধকে উসকে দিয়েছেন।
ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, রাজনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর অভিযানকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা হয়েছে। তিনি জানান, স্থল সেনা, নির্ভুল হামলা এবং উন্নত গোয়েন্দা তথ্যের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। হামাসকে পরাজিত না করা পর্যন্ত এই আক্রমণ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইসরাইল শেষ পর্যন্ত এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বলে প্রতীয়মান হচ্ছে। অপরদিকে, একজন ইসরাইলি সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, গাজা সিটির কেন্দ্রীয় অঞ্চলে দুই থেকে তিন হাজার হামাস সদস্য থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ বাসিন্দা ইতোমধ্যে দক্ষিণে সরে গেছেন।
তবে বাস্তবে অনেক নাগরিক অর্থনৈতিক সংকটের কারণে নিরাপদ স্থানে যেতে পারছেন না। এএফপির একজন সাংবাদিক জানান, গাজা সিটির একটি হাসপাতালের সামনে বহু মানুষ, শিশু-নারীসহ, খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। সেখানকার আশ্রয়প্রার্থী ইউসুফ শানা বলেন, “মানুষের কাছে দক্ষিণে যাওয়ার কিংবা অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত হওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।”
অবরোধ ও হামলার কারণে গাজা সিটি বহু আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সর্বশেষ রাতভর বোমাবর্ষণে নগরীর উত্তরে একটি আবাসিক ব্লক সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, শহরজুড়ে অবিরাম বোমা হামলা চলছে, আর মানবিক বিপর্যয় আরও প্রকট হয়ে উঠছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।