চাকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি আবু সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অনার্সের শিক্ষার্থী।
আবু আয়াজ ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সঙ্গেও যুক্ত। তিনি খাগড়াছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক ক্লাবের (সিইউএডিসি) মাননীয় সহকারী অর্থ সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যও।
তিনি তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী থেকে পড়াশোনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স থেকেও শিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে অনার্স অধ্যয়নরত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন হলের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান দৃঢ় করতে প্রচার চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে সোহরাওয়ার্দী হলে আবু আয়াজের প্রার্থিতা নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।