মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার নতুন নির্দেশনা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকায় মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার নতুন নির্দেশনা দিয়েছে ডিএমটিসিএল। আগারগাঁও, ফার্মগেট ও মতিঝিলসহ ১৭টি স্টেশনে কিয়স্ক ও দোকান বরাদ্দের নিয়ম পরিবর্তন আনা হয়েছে। যাত্রীসুবিধা, স্বচ্ছ ভাড়া প্রক্রিয়া ও শৃঙ্খলা নিশ্চিত করে ব্যবসার সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে দোকান ভাড়া নিয়ে নতুন বার্তা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রীসুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টির জন্য দোকান ভাড়ার প্রক্রিয়া নতুনভাবে সাজানো হয়েছে। এতে ভাড়ার হার, ব্যবসার ধরন ও শর্তাবলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উত্তরা উত্তর থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত ১৭টি স্টেশনে ছোট ও মাঝারি আকারের দোকান ও কিয়স্ক বরাদ্দ দেওয়া হবে। খাদ্যপণ্য, বইপত্র, ফার্মেসি ও যাত্রীসেবামূলক প্রয়োজনীয় দোকানকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যেসব ব্যবসা যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে, সেসব কার্যক্রম অনুমোদন দেওয়া হবে না।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভাড়ার আবেদন ও বরাদ্দ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। দরপত্রের মাধ্যমে যোগ্য ব্যবসায়ী নির্বাচন করা হবে এবং নির্দিষ্ট সময়সীমার জন্য চুক্তি দেওয়া হবে। ভাড়া পরিশোধে ব্যর্থতা বা শর্ত ভঙ্গ হলে চুক্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার আগারগাঁও, ফার্মগেট ও মতিঝিল স্টেশনে দোকান ভাড়ার ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। ইতোমধ্যে অনেকে তথ্য সংগ্রহ শুরু করেছেন। যাত্রীরা মনে করছেন, মেট্রোরেল স্টেশনের ভেতরে দোকান থাকলে যাতায়াতের পাশাপাশি প্রয়োজনীয় কেনাকাটার সুবিধা মিলবে, যা সময় সাশ্রয় করবে।
তবে নগর পরিকল্পনাবিদরা সতর্ক করেছেন, স্টেশনের ভেতরে দোকান বসানোর সময় নান্দনিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তারা বলেন, দোকান স্থাপন যদি এলোমেলো হয়, তবে যাত্রীদের চলাচল ব্যাহত হতে পারে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করা হবে এবং স্টেশনের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।