ইরানের তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইরানের তেল বিক্রি বন্ধে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, হংকং ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এক ডজনের বেশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ ব্যক্তিরা ও প্রতিষ্ঠানগুলো ইরানের তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অপব্যবহার করে বৈধ হিসেবে প্রদর্শনের চেষ্টা করেছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বিদেশ থেকে তহবিল স্থানান্তরে সহায়তা করেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক মূলত বিদেশে থাকা ছদ্মবেশী প্রতিষ্ঠান ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে চলে।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানি নাগরিক আলিরেজা দেরাখশন ও আরশ এস্তাকি আলিভান্দ ইরান সরকারকে প্রায় এক কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কেনার সুযোগ করে দিয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে এখন থেকে এ দুই ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে তাদের সম্পদের অধিকার হারাবে এবং মার্কিন কোম্পানি ও নাগরিকরা তাদের সঙ্গে কোনো ধরনের ব্যবসায় জড়াতে পারবে না।
এ পদক্ষেপকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন বহুদিন ধরেই ইরানের তেল বিক্রি ‘শূন্যে’ নামিয়ে আনার ঘোষণা দিয়ে আসছে। চলমান প্রচেষ্টার ধারাবাহিকতায় এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে ইরান সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক গ্রিক শিপিং কোম্পানির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কোম্পানিটির মালিক আন্তোনিওস মার্গারিটিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা ব্যবহার করে ইরানি তেলের অবৈধ পরিবহন ও বিক্রি সহজ করেছেন। সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করল এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।