জামায়াতের কারও সামনে কি আ.লীগের মিছিল পড়ে না: শরীফ ওসমান হাদি

জামায়াতের কারও সামনে কি আ.লীগের মিছিল পড়ে না: শরীফ ওসমান হাদি
ছবির ক্যাপশান, জামায়াতের কারও সামনে কি আ.লীগের মিছিল পড়ে না: শরীফ ওসমান হাদি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি প্রশ্ন তোলেন—জামায়াতের কারও সামনে কি আ.লীগের মিছিল পড়ে না? সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও দলীয় অবস্থান নিয়ে এই বক্তব্যে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ রাজনীতি, আওয়ামী লীগ ও জামায়াত ইস্যুতে বিস্তারিত জানুন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন নীরব ছিল দলটির নেতাকর্মীরা। তবে সম্প্রতি তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল শুরু করেছে। এসব মিছিলে বেশ কয়েকবার বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে, ধাওয়া দিয়েছে, এমনকি পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া দেখা যায়নি। এ নিয়েই প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগের কোনো মিছিল জামায়াতের সামনে পড়ছে না— এমনটা কি আসলেই হচ্ছে, নাকি ইচ্ছাকৃতভাবে তাদের এড়িয়ে যাওয়া হচ্ছে? 

তিনি লিখেছেন, লীগের একটা মিছিলকেও এখন পর্যন্ত ধাওয়া দিতে দেখলাম না জামায়াতকে। এখন পর্যন্ত ম্যাক্সিমাম ধাওয়া বিএনপিই দিছে। জামায়াতের কারো সামনে কি লীগের মিছিল পড়ে না?

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর থেকে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যায় কিংবা নীরবে সময় কাটায়। তবে সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে।

এসব মিছিলে বিএনপির নেতাকর্মীরা কয়েকবার সরাসরি বাধা দিয়েছে, মিছিল ভাঙচুর করেছে, এমনকি আওয়ামী লীগের কর্মীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, জামায়াত যেসব কর্মসূচি পালন করছে, সেখানে কেন আওয়ামী লীগ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না।

শরীফ ওসমান হাদির প্রশ্ন, জামায়াতের কর্মসূচির সামনে আওয়ামী লীগের কোনো মিছিল পড়ছে না, নাকি ইচ্ছাকৃতভাবে তাদের কর্মসূচি এড়িয়ে যাওয়া হচ্ছে, তা স্পষ্ট নয়। তবে আওয়ামী লীগের মিছিলে বারবার বিএনপির বাধা ও প্রতিক্রিয়ার মধ্যেও জামায়াতের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া না থাকায় রাজনৈতিক অঙ্গনে নানান গুঞ্জন শুরু হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ