পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে রেফারি পরিবর্তন করলো আইসিসি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ম্যাচটি নির্ধারিত সময়মতো মাঠে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ইতিমধ্যে ম্যাচের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আইসিসি পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে এশিয়া কাপের ম্যাচে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে রেফারি হিসেবে নিয়োগ করলো রিচি রিচার্ডসন, যাতে ক্রিকেট স্পিরিট বজায় থাকে।
এর আগে, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আচরণকে কেন্দ্র করে আইসিসির কাছে অভিযোগ জানায়। দেশটির দাবি ছিল, রোববারের ম্যাচে টসের আগে পাইক্রফট পাকিস্তান ও ভারতের অধিনায়কদের করমর্দন করতে বাধা দিয়েছিলেন।
এছাড়া, পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে হাত না মেলানোর দৃশ্য রেকর্ড করতে নিষেধ করেছিলেন তিনি। পাকিস্তানি টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা এ বিষয়ে তীব্র আপত্তি জানান এবং ম্যাচ শেষে টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেন।
পিসিবির অভিযোগ অনুযায়ী, পাইক্রফটের এই আচরণ ক্রিকেটের স্পিরিট ও আইসিসির আচরণবিধির পরিপন্থী। প্রথমে আইসিসি পাকিস্তানের আবেদন প্রত্যাখ্যান করলেও, দেশটির স্থির অবস্থানের পর অবশেষে আজকের ম্যাচ থেকে পাইক্রফটকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এতে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আশা প্রকাশ করেছে, ম্যাচটি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে পিসিবি স্পষ্ট করেছে, তারা ক্রিকেটের ন্যায়পরায়ণতা ও ম্যাচের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও পরিস্থিতি মনিটর করছে যাতে পরবর্তী ম্যাচে কোনও ঝুঁকি না থাকে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।