টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২২০ বস্তা চাল উদ্ধার

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২২০ বস্তা চাল উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে ২২০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ও রাতে পৃথক দুটি অভিযানে এ চাল উদ্ধার করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিছুর রহমান খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পৌজান বাজার ও বিলপর্নী বাজারের দুটি ঘর থেকে চালগুলো জব্দ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পৌজান বাজারে অভিযান চালিয়ে একটি ঘর থেকে ১২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে রাতে বিলপর্নী বাজারে আরেকটি ঘরে অভিযান চালিয়ে আরও ৯৪ বস্তা চাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২২০ বস্তা চাল জব্দ করা সম্ভব হয়েছে।

তদন্তে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করে দেন। সেই সুযোগে পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু ১২৬ বস্তা এবং বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামের মোহাম্মদ আলী ৯৪ বস্তা চাল ক্রয় করে আলাদা ঘরে মজুত করেন। উদ্দেশ্য ছিল চালগুলো পরবর্তীতে বেশি দামে কালোবাজারে বিক্রি করা।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিছুর রহমান খান বলেন, “সরকারি কর্মসূচির সুবিধাভোগীরা নির্ধারিত মূল্যে চাল পেলেও তা বিক্রি করে দেন। আর সেই চাল অবৈধভাবে ক্রয় ও মজুতের মাধ্যমে বাজারে সঙ্কট সৃষ্টি এবং জনগণের ক্ষতির চেষ্টা করা হচ্ছিল।”

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চাল জব্দ করে উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত শাহাবুদ্দিন শাহু ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুত করার অভিযোগে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং জনসাধারণ সরকারি তৎপরতার প্রশংসা করেছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ