যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ ঘোষণা দিয়েছে যে দেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করার ঘোষণা দিয়েছে। কোকেন পাচার রোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র দেশটিকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ‘মিত্র’ হিসেবে স্বীকৃতি প্রত্যাহার করার পর বোগোতার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তি জানান, “এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো অস্ত্র কেনা হবে না।”
ঘটনার সূত্রপাত ঘটে সোমবার, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নিন্দা করেন। ট্রাম্প বলেন, কলম্বিয়া মাদক নিয়ন্ত্রণের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে এবং কোকেন পাচার দমনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তার এই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্র সরকার দেশটিকে মাদকের বিরুদ্ধে সহযোগী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়।
কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দেশটির অন্যতম বৃহত্তম সামরিক অংশীদার ছিল। অস্ত্র ক্রয় ও সামরিক সহায়তার ক্ষেত্রে ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতাও উল্লেখযোগ্য ছিল। তবে নতুন পরিস্থিতিতে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সীমিত করছে।
এ বিষয়ে কলম্বিয়ার সেনা কমান্ডার ফ্রান্সিসকো কিউবিডস প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক কিংবা না থাকুক, কলম্বিয়া মাদক পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, দেশটির জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষায় সামরিক বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
পর্যবেক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-কলম্বিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সামরিক ও কৌশলগত সহযোগিতায় উভয় দেশ নতুন ধরনের টানাপোড়েনে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কলম্বিয়ার সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে অন্য কোনো দেশ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা সম্পর্কে কিছু জানানো হয়নি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।