শেখ হাসিনার আরো দুটি লকার জব্দ করল এনবিআর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অবস্থিত লকার দুটি জব্দ করা হয়। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসি'র মহাপরিচালক আহসান হাবিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিআইসি সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংকের জব্দকৃত লকার দুটির নম্বর ৭৫১ ও ৭৫৩। অন্যান্য ব্যাংকেও শেখ হাসিনার নামে কোনো লকার আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে সিআইসি।
এর আগে গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি লকারটির নম্বর ছিল ১২৮। একইসঙ্গে ওই শাখায় তার দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়। হিসাব দুটির একটিতে ১২ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা পাওয়া গেছে।
উল্লেখ্য গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে। এর অংশ হিসেবেই এনবিআর এসব লকার ও হিসাব জব্দ করছে।
এনবিআর জানিয়েছে, মঙ্গলবার জব্দকৃত লকার দুটির মধ্যে কী রয়েছে, তা এখনও বিস্তারিত জানা যায়নি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই লকার দুটি খোলা হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।