শ্রম সংকটে ভরসা দিল ক্রোয়েশিয়া এক লাখের বেশি বিদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিট

শ্রম সংকটে ভরসা দিল ক্রোয়েশিয়া এক লাখের বেশি বিদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিট
ছবির ক্যাপশান, শ্রম সংকটে ভরসা দিল ক্রোয়েশিয়া এক লাখের বেশি বিদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ক্রোয়েশিয়া শ্রম সংকট মোকাবিলায় এক লাখের বেশি বিদেশি শ্রমিককে ওয়ার্ক পারমিট দিয়েছে। বাংলাদেশিসহ এশিয়া ও ইউরোপের কর্মীরা নির্মাণ, পর্যটন, কৃষি ও সেবা খাতে কাজের সুযোগ পাচ্ছেন। ক্রোয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মসংস্থানের এই সুযোগ দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য রেমিট্যান্স বৃদ্ধির সম্ভাবনা জাগাচ্ছে।

ক্রোয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য রাষ্ট্র, চলতি বছরে এক লাখের বেশি ওয়ার্ক পারমিট দিয়েছে বিদেশি কর্মীদের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত দক্ষ ও অদক্ষ শ্রমিকরা ইতিমধ্যে এসব পারমিট পেয়েছেন। নির্মাণ, কৃষি, পর্যটন, পরিবহন ও সেবা খাতেই মূলত এই চাহিদা তৈরি হয়েছে।

জানা গেছে, ক্রোয়েশিয়ার অর্থনীতি ক্রমবর্ধমান পর্যটন নির্ভর হওয়ায় গ্রীষ্ম মৌসুমে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন পড়ে। স্থানীয় শ্রমবাজারে যথেষ্ট জনবল না থাকায় বিদেশি শ্রমিকদের উপর নির্ভর করতে হচ্ছে দেশটিকে। গত বছরও প্রায় ৯০ হাজারের বেশি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল, তবে এবার সেই সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমিটধারীরা নির্দিষ্ট সময়ের জন্য বৈধভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। এর ফলে একদিকে শ্রম সংকট মোকাবিলা হচ্ছে, অন্যদিকে বিদেশি কর্মীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ ক্রোয়েশিয়ায় কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মীও ক্রোয়েশিয়ায় কাজের অনুমতি পেয়েছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

শ্রম বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ক্রোয়েশিয়া একটি নতুন গন্তব্য হিসেবে উঠে আসছে। বিশেষ করে বাংলাদেশি, ভারতীয়, নেপালি ও ফিলিপিনো শ্রমিকরা ইউরোপের এই দেশে কাজের সুযোগ পাচ্ছেন। এর ফলে রেমিট্যান্স আয় বাড়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ক্রোয়েশিয়ার বিভিন্ন শ্রম সংগঠন অবশ্য বিদেশি কর্মীদের জন্য ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি তুলেছে। এদিকে দেশটির সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় তারা সচেষ্ট রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ