ফেনীতে ছাত্র-আন্দোলনে হামলায় ১০৬ জনের বিরুদ্ধে মামলা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফেনীর সোনাগাজীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কর্মসূচিতে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে তিন সাংবাদিকসহ মোট ১০৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী। বুধবার (১৭ সেপ্টেম্বর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন এনায়েত উল্যাহ নামের এক শ্রমিক, যিনি আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন।
মামলার আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসামিদের নির্দেশে নির্বিচারে গুলি চালায়। এতে নয়জন নিহত হন এবং দুই শতাধিক ছাত্র-জনতা আহত হন। বাদিসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণেও বাধা দেয়া হয়।
আসামিদের মধ্যে রয়েছেন: ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াজি। এছাড়া সাংবাদিক শফি উল্লাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবি), শাখাওয়াত হোসেন ডন চৌধুরী (দৈনিক ফেনী) এবং সাহেদ সাব্বির (দৈনিক ফেনী) নামের তিন গণমাধ্যমকর্মীও অভিযুক্ত হয়েছেন।
এনায়েত উল্যাহ মামলায় উল্লেখ করেন, পেশায় শ্রমিক হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা ও পরিবারিক খরচ বহন করতে গিয়ে বিলম্বে মামলা দায়ের করতে হয়েছে।
অভিযুক্ত সাংবাদিক শফি উল্লাহ রিপন ও সাহেদ সাব্বির এক প্রতিক্রিয়ায় বলেন, তাদের উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা দাবি করেন, ‘এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গণমাধ্যমকর্মীদের দমিয়ে রাখা যাবে না।’
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।