মাদারীপুরে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

মাদারীপুরে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার নাঈম মল্লিকের দুই ছেলে- হাফিজুল (৮) ও হামজা (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুদের খোঁজ না পেয়ে স্বজনরা অনুসন্ধান শুরু করেন। রাত আটটার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় হাফিজুল ও হামজাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। স্বজনরা জানান, একসঙ্গে আপন দুই ভাইয়ের এমন অকাল মৃত্যু পরিবার ও সমাজের জন্য অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়রাও এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিশুদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুদের অকাল প্রয়াণে শোকাহত পরিবার ও গ্রামবাসী গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় নেমে এসেছে শোকের নীরবতা। শিশু নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ