চাকসুতে শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি রনি, জিএস সাঈদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকছেন সাজ্জাদ হোসেন মুন্না।
সংগঠনটি জানিয়েছে, তাদের প্যানেলের নাম ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা থাকছে ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।