সাজ্জাদ-শাফায়াতের নেতৃত্বে চাকসুতে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

সাজ্জাদ-শাফায়াতের নেতৃত্বে চাকসুতে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ছবির ক্যাপশান, সাজ্জাদ-শাফায়াতের নেতৃত্বে চাকসুতে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাজ্জাদ হোসেন হৃদয় ও শাফায়াত হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি ও জিএস প্রার্থীসহ বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলে ধরে ছাত্রদল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। এতে ভিপি পদে চবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন খেলাধুলা সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ-খেলাধুলা সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা সম্পাদক ফাইরুজ সাদাফ দীপ 

সমাজসেবা সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব এবং পাঠাগার সম্পাদক মো. জাবেদ। পাশাপাশি সদস্য পদে ছয়জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন অভিযোগ করেন, চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তারা ‘কাঙ্ক্ষিত সহযোগিতা’ পাননি। তার ভাষ্য, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে এবং তারা একটি নির্দিষ্ট সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তিনি জানান, ডাকসু ও জাকসুর মতো পূর্বের কিছু অনিয়মের অভিজ্ঞতা সত্ত্বেও ছাত্রদল সব ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ অব্যাহত রেখেছে।

আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬টি পদের জন্য এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২৮ জন প্রার্থী। একইসঙ্গে ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদের জন্য মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ