আখাউড়া দিয়ে ভারতে গেল ১২০০ কেজি ইলিশের চালান

আখাউড়া দিয়ে ভারতে গেল ১২০০ কেজি ইলিশের চালান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছে। মাছগুলো ২টি পিকআপে করে বন্দর পার হয়। সরকার এ বছর শর্তসাপেক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে। মোট ৩৭টি প্রতিষ্ঠান এই রপ্তানির অনুমতি পেয়েছে।

রপ্তানিকারক প্রতিষ্ঠান যশোরের বেনাপোলের মাহতাব এন্ড সন্স প্রথম চালান পাঠিয়েছে। ভারতের আগরতলার পরিতোষ বিশ্বাস এ চালানের আমদানিকারক। প্রতিকেজি ইলিশের মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। প্রতিটি ইলিশ মাছের গড় ওজন প্রায় এক কেজি বলে জানানো হয়েছে।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রপ্তানির আগে মাছের তাপমাত্রাসহ সব প্রয়োজনীয় বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রপ্তানিযোগ্য উপযুক্ত বিবেচনা করেই ছাড়পত্র দেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তর সম্পন্ন করেছে।

আখাউড়া স্থলবন্দরের রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ৫৩টি বক্সে প্রায় ১ হাজার ১৯২টি ইলিশ মাছ পাঠানো হয়েছে। তিনি জানান, আজ বিকেলেই আরও একটি চালান পাঠানোর প্রস্তুতি চলছে। বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ এই স্থলবন্দর দিয়ে রপ্তানি করা সম্ভব হবে।

বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে বিশেষ চাহিদাসম্পন্ন। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর ইলিশ রপ্তানি ভারতে উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পায়। সরকার নির্দিষ্ট কোটা ও শর্তে রপ্তানি অনুমোদন দিয়ে থাকায় বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও আরও মজবুত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ