পিআর ইস্যুতে গণভোটের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি চালুর প্রশ্নে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হলে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত গণসমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এ দাবি জানান।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের আশা ছিল সংস্কার, বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থার আইনি ভিত্তি নিশ্চিত হবে। কিন্তু এখনও তা দৃশ্যমান হয়নি। ফয়জুল করীম বলেন, বহু বছর ধরে পিআর পদ্ধতির দাবি জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। একাধিক জরিপে অধিকাংশ মানুষ পিআরের পক্ষে মত দিলেও রাজনৈতিক দলগুলো জনগণের ওপর আস্থা রাখতে পারছে না। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “জনগণের ওপর আস্থা থাকলে গণভোটে যান। যদি মানুষ পিআরের বিপক্ষে মত দেয়, আমরা আর এই দাবি করব না।”
ইসলামী আন্দোলনের নেতারা বলেন, যুগপৎ আন্দোলন কারও নেতৃত্বাধীন নয়; বরং একই দাবিতে আলাদা আলাদা আন্দোলন। সংবাদ প্রচারে সতর্ক থাকারও আহ্বান জানান তারা।
গণসমাবেশে বক্তারা প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগের সমালোচনা করে বলেন, সেখানে ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তি শিক্ষকের ঘাটতি পূরণ না করে গানের শিক্ষক নিয়োগ উদ্দেশ্যপ্রণোদিত।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ অভিযোগ করে বলেন, ঐকমত্য কমিশন বিগত পাঁচ মাসেও নিম্নকক্ষে পিআর ইস্যুটি আলোচনায় আনতে পারেনি। তাদের মতে, ওপর থেকে নির্দেশ থাকায় এই বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়নি। ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য, শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়। তাই সংস্কার এই মেয়াদেই করতে হবে।
সমাবেশ শেষে রাজধানীর পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। আগামীকাল বিভাগীয় শহরগুলোতে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকায় বাড্ডা ও ধোলাইখালে দুটি পৃথক সমাবেশে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উপস্থিত থাকবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।