জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় ১৭ ডিসেম্বর শুরু একুশে বইমেলা

জাতীয় নির্বাচন ও রমজান বিবেচনায় ১৭ ডিসেম্বর শুরু একুশে বইমেলা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাসের সময়সূচি বিবেচনায় অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বইমেলা আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হলেও এবারে জাতীয় নির্বাচন ও রমজানের কারণে সময় এগিয়ে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বইমেলার সময়সূচি নির্ধারণে বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমি সচিব, পরিচালকসহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন তারিখ চূড়ান্ত করা হয়।

এতে আরো জানানো হয়, এবারের মেলা পূর্বের মতোই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রকাশক ও পাঠক সমাগমের সুবিধার্থে সব ধরনের আয়োজন যথাসময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অমর একুশে বইমেলা বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান আয়োজন। প্রতিবছর এই মেলাকে ঘিরে দেশি-বিদেশি প্রকাশক, লেখক এবং পাঠকদের সমাগম ঘটে। এ বছরও ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরিবর্তিত সময়সূচি সত্ত্বেও বইপ্রেমীদের আগ্রহ ও অংশগ্রহণ পূর্বের মতোই প্রাণবন্ত থাকবে বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ