পাঁচ ছক্কা দেখে ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরটি গুজব

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শ্রীলঙ্কার উদীয়মান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গুজব নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলার দিন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এটি সত্য হলেও, এর পেছনে ছেলের ব্যর্থতা বা মাঠে ছক্কা খাওয়ার দৃশ্যকে কারণ হিসেবে উল্লেখ করা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।
গতকাল অনুষ্ঠিত ম্যাচে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ নবি শেষ ওভারে দুনিথ ভেল্লালাগের করা ওভারে ৫টি ছক্কা মারেন। সেই ওভারে আসে মোট ৩১ রান। ম্যাচের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে গুজব রটে যে, এই দৃশ্য দেখে হৃদয়বিদারকভাবে সুরঙ্গা ভেল্লালাগে তাৎক্ষণিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যদিও শ্রীলঙ্কার দায়িত্বশীল সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, খেলার সময় টিভিতে ছেলের খেলা দেখার সময় বুকে ব্যথা অনুভব করলে সুরঙ্গা ভেল্লালাগেকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তিনি নিজেও ছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এবং ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। ম্যাচ চলাকালীন দুনিথকে বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। খেলা শেষে প্রধান কোচ সনাথ জয়সুরিয়া ব্যক্তিগতভাবে এই দুঃসংবাদটি দুনিথকে জানান। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি ও দলের অন্য সদস্যরা। খেলোয়াড়রা নিরবেই মাঠ ত্যাগ করেন। পরে দুনিথ ভেল্লালাগে দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদার সঙ্গে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন।
এ ঘটনার পর সংশ্লিষ্ট মহল থেকে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে অপ্রমাণিত ও সংবেদনশীল গুজব ছড়িয়ে না পড়ে এবং শোকাহত পরিবারকে আরও কষ্ট না দেওয়া হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।