মাঝ আকাশে ঝাঁকুনিতে আহত বিমান টার্বুলেন্সে কেবিন ক্রু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মাঝ আকাশে টার্বুলেন্সে আহত হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু শাবামা আজমী মিথিলা। আবুধাবি-চট্টগ্রাম-ঢাকাগামী বিজি-০১২৮ ফ্লাইটে দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যায়। চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে বিমানবন্দর মেডিকেল সেন্টারের বিরুদ্ধে।
আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১২৮ ফ্লাইটে আকস্মিক টার্বুলেন্সে (প্রবল ঝাঁকুনিতে) গুরুতর আহত হয়েছেন কেবিন ক্রু শাবামা আজমী মিথিলা। শুক্রবার ভ্রমণের সময় তিনি নিয়মিত দায়িত্ব পালনকালে ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তাঁর বাম হাতের হাড় ভেঙে যায়। ঘটনার পর তাঁকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে রিপোর্টে দেখা গেছে তাঁর বাহুর হাড় ভেঙে গেছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন এ অবস্থায় গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির আশঙ্কা রয়েছে।
তবে এ দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ঘটনার সময় কোনো চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হননি, এমনকি জরুরি অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। ফলে সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে স্পষ্ট করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, টার্বুলেন্স বিমান ভ্রমণের একটি স্বাভাবিক ঝুঁকি হলেও এ ধরনের পরিস্থিতিতে কেবিন ক্রুরা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজেরাই বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। তাই জরুরি চিকিৎসা সহায়তা, ক্রুদের সুরক্ষা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
শাবামা আজমী মিথিলার দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী ও যাত্রীদের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।