চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইয়ের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গরু বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের রেললাইনের ৭২ নম্বর ব্রিজের পাশের মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মরহুম খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ওরফে মিন্টো (৫৫) এবং তার ছোট ভাই হামজা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে গরু বিক্রিকে ঘিরে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরেই শনিবার সকালে প্রতিপক্ষের কয়েকজন লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রেখে যায়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুইজনকেই কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছিল। এর মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে গরু কেনাবেচা সংক্রান্ত পূর্ববিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই ভাইকে একসঙ্গে হারিয়ে স্বজনরা শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন। গ্রামে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।