ইউরোপের যে দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে

ইউরোপের যে দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইউরোপের দেশ পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি কার্যকর হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই পর্তুগালের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ফিলিস্তিন ইস্যুতে ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া জরুরি হয়ে পড়েছে। এর মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের টেকসই সমাধানে নতুন অগ্রযাত্রার সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছে লিসবন।

এর আগে গত বছরের মে মাসে প্রতিবেশী দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। স্পেন সে সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে পর্তুগাল তখন অপেক্ষাকৃত সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। অবশেষে এবার দেশটি সরাসরি সিদ্ধান্তে পৌঁছাল।

বর্তমানে ইইউ’র ২৭ সদস্য দেশের মধ্যে অল্প কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস এবং কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র। পর্তুগালের এই সিদ্ধান্ত ইউরোপীয় মহাদেশে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের আন্দোলনকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ইস্যুটি গুরুত্বসহকারে আলোচিত হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক মহলে এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ