৬ হাজার সিরীয় নাগরিকদের ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে

৬ হাজার সিরীয় নাগরিকদের ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্র সিরীয় নাগরিকদের জন্য দেওয়া অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস-টিপিএস) বাতিল করেছে। এর ফলে দেশটিতে অবস্থানরত সিরীয় নাগরিকদের আগামী ৬০ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে, অন্যথায় গ্রেপ্তার ও বহিষ্কারের মুখে পড়বেন তারা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে এ তথ্য জানানো হয়।

প্রায় ছয় হাজার সিরীয় নাগরিক ২০১২ সাল থেকে টিপিএস সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের বৈধ সুযোগ পেয়ে আসছিলেন। তবে নতুন সিদ্ধান্তের ফলে তাদের জন্য আর এ সুযোগ থাকছে না। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতরের (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, “সিরিয়ায় এমন পরিস্থিতি নেই যে তাদের নাগরিকরা দেশে ফিরতে পারবে না। দেশটি দীর্ঘদিন সন্ত্রাস ও চরমপন্থার কেন্দ্রস্থল হয়ে আছে, তাই যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে সিরীয় নাগরিকদের এখানে রাখা সম্ভব নয়।”

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও যারা দেশ ছাড়বেন না, তাদেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার ও বহিষ্কার করা হবে।

ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত কঠোর নীতির অংশ হিসেবে একের পর এক দেশের নাগরিকদের টিপিএস সুবিধা বাতিল করছে। এর আগে ভেনেজুয়েলা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, ইউক্রেনসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্যও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিরোধী দল ডেমোক্র্যাট ও অভিবাসী অধিকারকর্মীরা। তাদের মতে, সিরিয়ার পরিস্থিতি এখনও বিপজ্জনক এবং জোরপূর্বক প্রত্যাবাসন মানবিক সংকটকে তীব্র করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এসব অভিবাসীর শ্রমের ওপর নির্ভরশীলতা রয়েছে বলেও তারা উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, অতীতে টিপিএস সুবিধা অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে এবং বর্তমানে অনেক অভিবাসী এ সুরক্ষা পাওয়ার যোগ্য নন। তাই যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ