সিলেটের কালিবাড়ি বাজারে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ধামাচাপায় হিন্দু পুরোহিত সন্দীপ পাল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
১৭ সেপ্টেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি বাজারে অবস্থিত বাবু টেইলার্সের মালিক সম্প্রতি এক ১২ বছরের কন্যাশিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। উক্ত ঘটনাটি জানাজানি হলে বাজার কমিটিতে থাকা ক্ষমতাশালী সন্দীপ পাল ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে। এক পর্যায়ে সন্দীপ পাল এবং সেই টেইলার্সের মালিক ভিকটিমকে হুমকি দিয়ে রফাদফা করতে চায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বাজার কমিটির প্রভাবশালী সদস্য ও স্থানীয় হিন্দু পুরোহিত সন্দীপ পাল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি টেইলার্স মালিকের সঙ্গে যোগসাজশ করে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখান এবং রফাদফার চেষ্টা চালান।
শিশুটির মা তাকে কাপড় আনতে দোকানে পাঠান। সুযোগ বুঝে দোকানদার তাকে ভেতরে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে নির্যাতন চালায়। শিশুটি চিৎকার করলে নামাজ শেষে দুইজন লোক এসে দোকানের শাটার বন্ধ দেখতে পান। সন্দেহ হলে তারা ভেতরে ঢুকে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন।
এই জঘন্য ঘটনার পরও ভিকটিমের পরিবার বর্তমানে প্রভাবশালীদের হুমকি ও চাপের মুখে রয়েছে।
এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ বলেন, 'এই বিষয়গুলো ধামাচাপা করতে দেওয়ার কোন সুযোগ নাই। সচেতন হিন্দু ভাইবোন সহ সকলকে এই ঘটনা নিয়ে আওয়াজ তুলতে হবে নতুবা এই দায়ভার এড়াতে কেউ পারবেন না।'
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।