ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জনে নতুন নেতৃত্বে আলোচনায় যারা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটিতে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন জোরদার হয়েছে। ছাত্রশিবিরের কাছে ব্যাপক ব্যবধানে পরাজয় শুধু সংগঠনের জন্য নয়, বিএনপির জন্যও অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, দেশে প্রায় ৫ কোটি তরুণ ভোটারের কারণে এ ধরনের পরাজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে।
দলীয় সূত্র জানায়, ডাকসু নির্বাচনের আগে থেকেই প্যানেল গঠন নিয়ে ছাত্রদলের ভেতরে অসন্তোষ ছিল, যা নির্বাচনের পর আরও স্পষ্ট হয়েছে।
নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কয়েকজন ছাত্রদল নেতার অসৌজন্যমূলক আচরণ শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এসব ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে ভার্চুয়াল বৈঠক করেন এবং বিষয়টি নিয়ে স্থায়ী কমিটিতেও আলোচনা হয়।
বিএনপি ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ে আলোচনায় উঠে এসেছে, কমিটিগুলোতে স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে সংগঠনটি স্থিতিশীলতা হারাচ্ছে। তবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ও ঢাবি কমিটি ভাঙা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা মতবিনিময় সভা করেছেন, যেখানে নিষ্ক্রিয়তা, কমিটিহীন শাখায় কমিটি গঠন ও জেলা কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা হয়।
এর মধ্যেই কেন্দ্র ও ঢাবি কমিটিতে আসার জন্য পদপ্রত্যাশীরা সক্রিয় হয়ে উঠেছেন। অনেকেই সিভি ও পোর্টফোলিও প্রস্তুত করে সংশ্লিষ্টদের কাছে নিজেদের কার্যক্রম তুলে ধরছেন।
আলোচনায় উঠে আসা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মাসুম বিল্লাহ, তারিকুল ইসলাম তারেক, আমানউল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসানসহ একাধিক নাম রয়েছে।
ঢাবি শাখায় ইমাম আল নাসের মিশুক, বিএম কাওসার, ফেরদৌস আলম, সাইফ খান, বজলুর রহমান বিজয়সহ আরও অনেকে নেতৃত্বের দৌড়ে আছেন। যদিও বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশনায় আপাতত বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে বলে জানা গেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।