রক্ষীবাহিনীর উসকানিমূলক পোস্টে ঢাকায় আওয়ামীলীগের সহিংস মিছিলের নির্দেশনা

রক্ষীবাহিনীর উসকানিমূলক পোস্টে ঢাকায় আওয়ামীলীগের সহিংস মিছিলের নির্দেশনা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঢাকায় মিছিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত নির্দেশনা আলোচনায় এসেছে। শনিবার আওয়ামী লীগপন্থি ফেসবুক পেজ ‘রক্ষীবাহিনী - Rokkhibahini’ থেকে দেওয়া এক পোস্টে মিছিলে অংশগ্রহণকারীদের জন্য সংঘর্ষমূলক দিকনির্দেশনা দেওয়া হয়। পোস্টে বলা হয়েছে, মিছিলে অংশ নেওয়া ৮ থেকে ১০ জনের কাছে যেন ছোট বাইকের চেইন ও মাঝারি আকারের তালা থাকে, যা সহজে পকেটে বহন করা যায়। সেই সরঞ্জাম দিয়ে প্রতিপক্ষের মাথায় আঘাত করার পরামর্শ দেওয়া হয়।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীরা নাকি পূর্বে সবুজ রঙের মোটা প্লাস্টিক পাইপ ব্যবহার করেছিল। তাই মিছিলকারীদের আরও ‘ভয়ংকর কিছু’ ব্যবহার করতে হবে বলে দাবি করা হয়। তবে খোলা লাঠি বহনের পরামর্শ দেওয়া হয়নি, কারণ তা সহজে চোখে পড়ে। এ ছাড়া মিছিলের পিছনে ও দুই পাশে অবস্থানকারী নির্দিষ্ট ব্যক্তিদের এ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, মিছিল শেষে যদি কাউকে গ্রেফতার করা হয়, তাহলে চেইন ও তালা হাতে থাকা অংশগ্রহণকারীরা সামনে গিয়ে প্রতিহত করবে। এভাবে প্রতিপক্ষকে এলোপাতাড়ি আঘাত করলে তারা নাকি মাটিতে পড়ে যাবে বলে দাবি করা হয়েছে। শেষাংশে অংশগ্রহণকারীদেরকে ‘ভাইয়ের মতো’ ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয়তু শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য সহিংসতার দিকনির্দেশনা অনলাইনে প্রচারিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি রাজনৈতিক মিছিলের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নজরে রাখছে কিনা সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, উসকানিমূলক এমন পোস্ট রাজনৈতিক সহাবস্থানকে আরও সংকটময় করে তুলতে পারে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ