বিএনপি নেত্রীর বক্তব্যের বিরুদ্ধে ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকে ঘিরে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
ছাত্রশিবিরের অভিযোগ, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দাবি করেছেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রশিবির হত্যা করেছে। সংগঠনটির মতে, এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ছাত্রশিবিরের দাবী, ২০১৯ সালের ৬ অক্টোবর আবরারকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আদালতের রায়েও বিষয়টি প্রমাণিত হয়েছে। অথচ রাজনৈতিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে ছাত্রশিবিরকে বিতর্কিত করতে বিএনপি নেত্রী নির্জলা মিথ্যাচার করেছেন বলে অভিযোগ সংগঠনটির।
ছাত্রশিবির নেতৃবৃন্দ আরও দাবি করেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সবচেয়ে বেশি নিপীড়িত সংগঠন ছিল ছাত্রশিবির। এ সময়ে সংগঠনের ১০১ জন নেতাকর্মী নিহত হন এবং ২০ হাজারের বেশি মামলা দিয়ে অসংখ্য জনশক্তিকে গ্রেফতার ও নির্যাতন করা হয়। এখনও তাদের সাতজন কর্মী গুম রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন সময় খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ নানা অপরাধে জড়িত থেকেছে। অথচ বিএনপি নেত্রী ওইসব অপরাধের দায় চাপিয়ে ছাত্রশিবিরকে বিতর্কিত করার চেষ্টা করছেন, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করছে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে সাংগঠনিক ইমেজ ক্ষুণ্ন করতে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। তারা অবিলম্বে নিলুফার চৌধুরী মনির বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায়। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রশিবির।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।