জোর করে নয়, প্রবৃদ্ধি থেকে কর বাড়ুকঃ অর্থ উপদেষ্টা এএন জাহান

জোর করে নয়, প্রবৃদ্ধি থেকে কর বাড়ুকঃ অর্থ উপদেষ্টা এএন জাহান
ছবির ক্যাপশান, জোর করে নয়, প্রবৃদ্ধি থেকে কর বাড়ুকঃ অর্থ উপদেষ্টা এএন জাহান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসায়িক সমৃদ্ধি থেকে কর আদায় বাড়ে, জোর করে বা হুমকি দিয়ে নয়। এই বলে রাজস্ব কর্মকর্তাদের সতর্ক করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ব্যবসায়ীরা আয় করলে তবেই তারা কর দেবেন। তাই করদাতাদের সঙ্গে বলপ্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফল উদযাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ব্যবসায়িক উন্নয়ন ও বেসরকারি খাতের সহযোগিতা ছাড়া কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়। আমরা প্রায়ই কম কর-টু-জিডিপি অনুপাত নিয়ে আলোচনা করি, কিন্তু ব্যবসা যদি সমৃদ্ধ না হয়, তাহলে কর সংগ্রহের আশা করা যায় না।“

তিনি ডিজিটালাইজেশনের ওপর জোর দিয়ে বলেন, “সেবা প্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিএসডব্লিউ শুধু রাজস্ব সংগ্রহের একটি মাধ্যম নয়, এটি মূলত সেবা নিশ্চিত করার একটি প্ল্যাটফর্ম। বিএসডব্লিউ একটি নতুন পথ দেখাচ্ছে এবং অন্যদেরও এই যাত্রায় যুক্ত হতে হবে। এই প্রক্রিয়া বাংলাদেশের মানুষকে ডিজিটাল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।“


উল্লেখ্য, আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজ করতে শুল্কবিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে পেতে গত ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএসডব্লিউ কার্যক্রম শুরু হয়। ২ জুলাই থেকে এনবিআর ১৯টি সংস্থার সিএলপি এই প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে।

অনুষ্ঠানে এ বেপারে জানানো হয়, এ পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সিএলপি অনলাইনে ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ আবেদন দাখিলের ১ ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশ আবেদন একদিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে।

এ সময় সর্বোচ্চ সংখ্যক কর্মীর আয়কর বিবরণী অনলাইনে দাখিল করার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ই-রিটার্ন ‘চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করা হয়। এই প্রতিষ্ঠানগুলো হলোঃ
১) সোনালী ব্যাংক পিএলসি
২) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড
৩) ব্র্যাক
৪) ব্যুরো বাংলাদেশ এবং
৫) রেনেটা পিএলসি
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ