সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো: সালাউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আইন পেশায় দীর্ঘ পথচলায় সালাউদ্দিন আহমেদ ছিলেন একজন সুনামধন্য আইনজীবী। তিনি ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত কৃতী। ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরের বছর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন।
আইনজীবী হিসেবে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্টে তালিকাভুক্তির মাধ্যমে। পরে ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এর আগে ১৯৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন এবং সেই সময় ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন পেশায় যুক্ত হন।
সালাউদ্দিন আহমেদের মৃত্যুর খবরে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁকে একজন সৎ, সুনামধন্য ও মেধাবী আইনজীবী হিসেবে স্মরণ করছেন। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে আইনজীবী সমাজ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।