জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে : অর্থ উপদেষ্টা

জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে : অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশান, জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে : অর্থ উপদেষ্টা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী শিক্ষাবর্ষে সময়মতো পাঠ্যবই বিতরণে সরকার কঠোর নজরদারিতে রয়েছে। অনিয়মকারীরা বই ছাপার কাজ পাবেন না। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জানুয়ারিতেই শিক্ষার্থীরা হাতে পাবে নতুন পাঠ্যপুস্তক।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা জানুয়ারিতেই নতুন পাঠ্যবই হাতে পাবেন। রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো চলতি মাসেই চূড়ান্ত করা হবে। এর ফলে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেন, গত বছর বই মুদ্রণ কার্যক্রমে যেসব প্রকাশনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও অভিযোগ পাওয়া গিয়েছিল, তাদের এ দায়িত্ব এ বছর দেওয়া হবে না। সরকারের লক্ষ্য হলো সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্ধারিত সময়েই বই বিতরণ নিশ্চিত করা।

তিনি আশা প্রকাশ করেন, বই ছাপানো ও বিতরণে এবার কোনো ধরনের অনিয়ম বা বিলম্ব হবে না। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ