চট্টগ্রামে অভিযান, জালনোট ও ওয়াকিটকিসহ দুই যুবলীগ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে অভিযান, জালনোট ও ওয়াকিটকিসহ দুই যুবলীগ সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশান, চট্টগ্রামে অভিযান, জালনোট ও ওয়াকিটকিসহ দুই যুবলীগ সদস্য গ্রেপ্তার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রামে কোতোয়ালি থানার অভিযানে যুবলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার। তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগরের নতুন রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাল টাকা চক্র দমনে পুলিশের তৎপরতা জোরদার।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আগুনশাইল গ্রামের মো. আজিম (৩০) ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার আশার কোটা গ্রামের মো. সোহাগ (৩৬)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত ছিলেন এবং নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ওয়াকিটকি ব্যবহার করতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজিম জালনোট কারবারের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, সোহাগের সঙ্গে যোগসাজশে তারা সংগঠনের নাম ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালাতেন। উদ্ধারকৃত জালনোট ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জালনোট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নগরে জাল টাকা প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ