ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৪০

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশে ৭৪০ জন ডেঙ্গু আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১২ জনের মধ্যে বরিশাল বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা (সিটি করপোরেশন বাহিরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে ৯ জন অন্তর্ভুক্ত রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৭৯ জনে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গ্রীষ্ম ও বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়, তাই জনগণকে আবাসিক ও জনসমাগমস্থলে মশক নিধনের দিকে নজর দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
সামাজিক সচেতনতা, দ্রুত রোগনির্ণয় ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত জনসচেতনতা প্রচারণা চালাচ্ছে। নাগরিকদের বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সন্দেহজনক উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।