খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫০

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫০
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

খুলনায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাস্তুহারা এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা আহত হন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করা হয়।

সূত্র জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বয়রা আবাসিক এলাকার সি ব্লকের ৪২টি প্লট দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। ১৯৮৭ সালে স্থায়ী বরাদ্দ দেওয়া হলেও প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কর্তৃপক্ষ আগাম ঘোষণা দিয়ে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। শনিবার রাতে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের জানানো হয় রোববার সকাল ৮টার মধ্যে ২০০ পরিবারকে বাসা খালি করতে হবে। সকালেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা দাবি করেন, কয়েক পুরুষ ধরে সহায়সম্বলহীন মানুষ সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা অন্যায়। এ সময় মসজিদের মাইক থেকে আহ্বান জানানো হলে বাসিন্দারা রাস্তায় নেমে ব্যারিকেড তৈরি করেন। পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ ও আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এতে পুলিশ পিছু হটে এবং বিক্ষুব্ধ জনতা একটি এক্সকাভেটর ভাঙচুর করেন।

ঘটনায় ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছেন। গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, প্রায় ৩০ একর জায়গার ওপর সি ব্লকে থাকা ৫৫টি প্লটের মধ্যে ৪২টি বেদখল ছিল, যা উদ্ধারের জন্য এ অভিযান পরিচালিত হয়। তবে সংঘর্ষের কারণে অভিযান স্থগিত করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ