ভারত-পাকিস্তান ম্যাচে আজ ভারতকে হারাতে পারবে কি পাকিস্তান?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৫ এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইতে উত্তেজনা তুঙ্গে। দুবাইয়ে ভারতকে হারাতে পারবে কি পাকিস্তান? ইতিহাসে পাকিস্তান সর্বশেষ ভারতকে তিন বছর আগে টি-টোয়েন্টি এশিয়া কাপে হারিয়েছে। আজকের ম্যাচ রেকর্ড গড়তে পারে।
ক্রিকেট বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ লড়াই ভারতের সঙ্গে পাকিস্তানের মুখোমুখি খেলা। দুবাইয়ে ২০২৫ এশিয়া কাপের পরবর্তী ম্যাচকে ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ইতিহাসের আলোকে দেখা যায়, পাকিস্তান সর্বশেষ ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটে ৩ বছর আগে টি-টোয়েন্টি এশিয়া কাপে হারিয়েছিল। সুপার ফোরে পাকিস্তান ভারতের ১৮১ রানের লক্ষ্য মাত্র ১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ী হয়েছিল।
ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে ১৯৫২ সালের পাকিস্তানের টেস্ট অভিষেক থেকে এশিয়া কাপের প্রথম পর্ব পর্যন্ত ২০৯টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৮৮টি, ভারত জিতেছে ৭৭টি, ৩৮টি টেস্ট ড্র, ১টি ম্যাচ টাই এবং ৫টি ম্যাচে কোনো ফলাফল হয়নি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তান সর্বশেষ সাতটি ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ী হয়নি।
২০০৭ সালের পর দুই দল আর টেস্টে মুখোমুখি হয়নি। দীর্ঘ ৭৩ বছরের প্রতিদ্বন্দ্বিতায় কেউই কখনো একপর্যায়ে ছয়টি ম্যাচে জয়ী হয়নি। আজ যদি ভারত জেতে, তবে এটি হবে প্রথমবারের মতো ভারত পাকিস্তানকে টানা ছয় ম্যাচে হারাবে। এর আগে ভারত পাকিস্তানের সাথে টানা পাঁচ ম্যাচে জয়ী হয়েছিল ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত। পাকিস্তানের পক্ষে সর্বাধিক টানা জয় ছিল পাঁচ ম্যাচ, যা ১৯৮৭–১৯৮৮ ও ১৯৯৮–১৯৯৯ সালের মধ্যে হয়েছিল।
রাজনীতি ও অখেলোয়াড়ি কারণে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে উত্তেজনা আরও বেড়ে যায়। ২০২৫ এশিয়া কাপের ম্যাচে প্রথম পর্বে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করায় ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়েও সমালোচনা দেখা দিয়েছে। তবে মাঠে লড়াইটি মূলত একপেশেই যাচ্ছে, এবং দর্শকরা আগ্রহের সঙ্গে প্রতিটি মুহূর্ত নজর রাখছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।