ঢাবি উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

ঢাবি উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে নিয়ে প্রচারিত অসত্য ও অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি কিছু প্ল্যাটফর্মে উপাচার্যের সঙ্গে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ শেষে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অংশ হিসেবেই এ ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জীবনের কোনো পর্যায়েই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। পূর্ববর্তী সময়ে সংবাদ মাধ্যমে প্রদত্ত একাধিক বক্তব্যেও তিনি স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ প্রেরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ছিলেন অনাবাসিক ছাত্র। সুতরাং কোনো নির্দিষ্ট হলে বসবাস বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ পুরোটাই বানোয়াট ও মিথ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের অসত্য বক্তব্য শুধু মাননীয় উপাচার্যের ব্যক্তিগত সম্মানকেই ক্ষুণ্ন করেনি, বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ভাবমূর্তিকেও নষ্ট করার চেষ্টা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে মাননীয় উপাচার্যকে নিয়ে প্রচারিত গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্বশীল মহলকে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ