নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের পাশে সড়কের ধারে ফেলে রাখা পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ও নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সন্দেহ থেকে বিষয়টি জানাজানি হলে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত সামগ্রী জব্দ করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে স্টেডিয়ামের সামনের ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে দ্রুত চলে যায়।

প্রথমে স্থানীয়রা ময়লা ভেবে এগুলো উপেক্ষা করতে চাইলেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হয়। পরে বস্তা খুলে তারা বিপুল পরিমাণ ভোটার আইডি কার্ড, নির্বাচনী কর্মকর্তাদের কার্ড ও সিল দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে।

স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, তিনি এলাকায় ময়লা না ফেলার বিষয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তার লোকজন ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতরে বিপুল পরিমাণ এনআইডি কার্ড দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধারকৃত কার্ড ও সরঞ্জাম গ্রহণ করেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করা হয়েছে। কার্ডগুলোর উৎস ও পেছনের ঘটনাবলী তদন্তসাপেক্ষে জানা যাবে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুরের পুরনো ভোটার আইডি কার্ড। এগুলো স্মার্টকার্ড নয়, প্রাথমিকভাবে পরিত্যক্ত বলেই মনে হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে উদ্ধারকৃত সব সামগ্রী নির্বাচন কমিশনের অফিসে সংরক্ষিত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ