'আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারও কাছে সমর্পণ করা সম্ভব নয়'

'আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারও কাছে সমর্পণ করা সম্ভব নয়'
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা কোনোভাবেই সমঝোতার বিষয় নয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত গণমাধ্যমকে বলেন, “কিছু মহল রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফেরত নিতে চায়। তবে আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও কারও কাছে সমর্পণ করা সম্ভব নয়।”

তালেবান আরও জানায়, পূর্ববর্তী ব্যর্থ নীতি পুনরাবৃত্তির পরিবর্তে বাস্তববাদী ও যুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করাই হবে সময়োপযোগী। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনে চলতে হবে এবং বলপ্রয়োগ না করার অঙ্গীকারে অটল থাকতে হবে বলেও তারা উল্লেখ করে।

বাগরাম বিমানঘাঁটি কাবুল শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দুই দশকের যুদ্ধকালীন কার্যক্রমের প্রধান সামরিক কেন্দ্র।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করে, তখন থেকেই বাগরামকে কার্যক্রমের মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। ঘাঁটিতে অভিযোগ রয়েছে, বহু বছর ধরে হাজার হাজার মানুষকে বিনা অভিযোগে বন্দি রাখা হয়েছে এবং তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।

২০২১ সালে যুক্তরাষ্ট্র হঠাৎ করে বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করলে তালেবান বাগরাম ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই এই ঘাঁটি আফগান কর্তৃপক্ষের অধীনে রয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একাধিকবার ঘাঁটিটি ফেরত চাওয়ার কথা প্রকাশ্যে বলেছেন। গত শনিবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আফগানিস্তানের সঙ্গে আলোচনা করছি। আমরা এটি ফেরত চাই এবং দ্রুত চাই। তারা যদি দিতে অস্বীকৃতি জানায়, তবে কী হবে তা তারা ভালোভাবেই জানে।”

এর আগের দিন যুক্তরাজ্যে সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি একই দাবি তোলেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ