গান ও কনসার্ট ছেড়ে দ্বীনের পথে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান

গান ও কনসার্ট ছেড়ে দ্বীনের পথে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সংগীত ক্যারিয়ার থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্তদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে তিনি জানান, এটি তার শেষ কনসার্ট। দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করা এই শিল্পী স্পষ্টভাবে বলেন, আস্তে আস্তে তিনি সংগীত ক্যারিয়ার গুটিয়ে ফেলবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাহসান খানকে কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’

তাহসান আরও বলেন, “মেয়ে বড় হচ্ছে। এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?” তার কণ্ঠে মিশে ছিল বিদায়ের সুর, আবেগ ও কৃতজ্ঞতার প্রকাশ।

দীর্ঘ সময়ের শিল্পীজীবন শেষে পারিবারিক জীবনে বেশি সময় দেওয়ার বিষয়টিকেই তিনি এই পরিবর্তনের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। ইতোমধ্যে নিজের সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন। কনসার্ট শেষে ভক্তরা বিষয়টি যাচাই করে দেখেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর সক্রিয় নেই।

ইতোমধ্যে তাহসানের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে যেখানে তাহসানকে টুপি, পাঞ্জাবি পরিধান করে ইসলামী বই হাতে নিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে। 

প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী এক ফেসবুক পোস্টে লিখেছেন, “অনেকদিন পর প্রিয় বড়ভাই জনাব তাহসান খান ভাইয়ের সাথে দেখা হলো উনার বাসায়। আমি অধমের লেখা আলোকপাত এবং বড়ভাই শায়খ আল্লামা সাইফুল আজম আজহারী সাহেবের লেখা মদিনা সনদের আইনী বিশ্লেষণ বই দুটি উপহার দিলাম। দীর্ঘ আলাপ হলো। আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন ভাই। আমিন।” 

তাহসান খান ছায়ানটে ছয় বছর রবীন্দ্রসংগীত শিক্ষা নেন এবং ১৯৯৮ সালে ব্যান্ডদল ‘ব্ল্যাক’-এর সঙ্গে সংগীতজীবন শুরু করেন। পরবর্তীতে ব্যান্ড থেকে আলাদা হয়ে এককভাবে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক। পাশাপাশি নাটক, চলচ্চিত্র ও উপস্থাপনায়ও তিনি সমানভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে গান, অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পীর বিদায়ের ঘোষণা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করেছে। তাহসানের এই সিদ্ধান্ত সংগীতাঙ্গনের জন্য এক বড় শূন্যতা তৈরি করবে বলে অনেকেই মনে করছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ