গ্রেফতার এড়াতে ও আত্মগোপনে তাবলীগ জামাতে আওয়ামী নেতা-কর্মীরা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সাবেক শাসক দলের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে গুম, খুন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হচ্ছে একের পর এক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এসব অভিযোগ নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের গ্রেফতার অব্যাহত রেখেছে।
এই পরিস্থিতিতে দেশের নানা প্রান্তে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, আওয়ামী লীগের বহু নেতা-কর্মী বর্তমানে প্রকাশ্যে রাজনীতি থেকে সরে গিয়ে গোপনে আশ্রয় নিচ্ছেন তাবলীগ জামাতের কাফেলাগুলোতে। ধর্মীয় কার্যক্রমের আড়ালে অনেক পলাতক আসামি আত্মগোপন করছে বলে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে। এতে সাধারণ তাবলীগ কার্যক্রমও বিতর্কের মুখে পড়ছে।
স্থানীয় পর্যায়ের রাজনীতিকদের মতে, কেউ কেউ হয়তো নিছক ধর্মীয় অনুশীলনের কারণে তাবলীগে যাচ্ছেন, তবে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর কৌশল হিসেবেই এ পথ বেছে নিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে তাবলীগ জামাতের কাফেলাগুলোতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কারণ রাজনৈতিক মামলার বহু আসামি এসব ধর্মীয় কার্যক্রমের আড়ালে লুকিয়ে থাকছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক পর্যবেক্ষক মনে করছেন, এর ফলে দেশের রাজনীতিতে নতুন জটিলতা তৈরি হচ্ছে, একদিকে ধর্মীয় কার্যক্রম, অন্যদিকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের গোপন অবস্থান।
এমন প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী জনগণকেও সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি তাবলীগ কাফেলায় যুক্ত হলে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা এখনও স্পষ্ট নয়, তবে রাজনীতি ও ধর্মের এই মিশ্রণ বাংলাদেশের সামাজিক বাস্তবতায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।