নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপ, এনসিপির তিন দাবি নিয়ে বিবৃতি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দলটির তীব্র নিন্দা ও তিন দফা দাবি। প্রবাসী বাংলাদেশি রাজনীতি, আওয়ামী লীগ সমর্থকদের হামলা, নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক মর্যাদাহানির বিষয়ে এনসিপির বিবৃতি। বিদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রবাসীদের উদ্বেগ।
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি। সোমবার (২২ সেপ্টেম্বর) দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স এক বিবৃতিতে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে।
বিবৃতিতে বলা হয়, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সফরে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ সমর্থিত কর্মীদের হাতে আক্রমণের শিকার হন আখতার হোসেন ও তাসনিম জারা। দলটির দাবি, এ ধরনের হামলা কেবল রাজনৈতিক সহিংসতা নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।
এনসিপি অভিযোগ করেছে, বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত প্রতিনিধিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ নিয়ে দলটি তিনটি দাবি উত্থাপন করেছে প্রথমত, বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউইয়র্ক প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে হবে; দ্বিতীয়ত, নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলসহ সংশ্লিষ্ট ফরেন সার্ভিস কর্মকর্তাদের চাকরিচ্যুত করতে হবে; তৃতীয়ত, সফরের বাকি অংশে অংশগ্রহণকারী নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া এনসিপি দাবি করেছে, এই হামলার মূল লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের নেতাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা উপস্থিত থাকলেও হামলাকারীরা সরাসরি আখতার হোসেন ও তাসনিম জারাকে আক্রমণ করে। বিবৃতিতে বলা হয়, “জুলাই বিপ্লবের সময় জীবন বাজি রাখা নেতাদের প্রতি প্রতিশোধপরায়ণ মনোভাব এখনও বহমান।”
প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপি ও এনসিপির নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আখতার হোসেন সাংবাদিকদের বলেন, “ভাঙা ডিম আমাদের দমাতে পারবে না, আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী চরিত্র প্রমাণ করেছে।”
এনসিপি তাদের বিবৃতির শেষাংশে বিদেশে এ ধরনের রাজনৈতিক হামলাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যা দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।