বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবেঃ অর্থ উপদেষ্টা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানের করে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রীর উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জে ডিএসই ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বড় বড় প্রকল্পের অর্থায়নের জন্য ব্যাংক ঋণ বা কেবল আয়করের ওপর নির্ভর করা উচিত নয়। এর পরিবর্তে, পুঁজিবাজারের মাধ্যমে বন্ড ইস্যু করে পদ্মা সেতুর মতো বড় প্রকল্পগুলোও বাস্তবায়ন করা সম্ভব। ভবিষ্যতে বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এরপর তিনি উল্লেখ করেন, বড় প্রকল্পগুলোর অর্থায়নে পুঁজিবাজারের ওপর নির্ভরশীলতা বাড়ানো জরুরি।
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, পুঁজিবাজারের ছোট বিনিয়োগকারীরা প্রায়ই মনে করেন যে বিনিয়োগ করলেই লাভ নিশ্চিত। কিন্তু এই বাজারে যে ঝুঁকি আছে, তা অনেকে মানতে চান না। ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে খেলাপি হওয়ায় দেশে একটি 'ট্র্যাজেডি' সৃষ্টি হয়েছে।
বেক্সিমকোর সুকুক বন্ডের উদাহরণ টেনে তিনি বলেন, সুকুক বাজারে প্রায় ২৪ হাজার কোটি টাকার বন্ড রয়েছে, তবে সেগুলো শিক্ষা ও স্যানিটেশন খাতে ব্যবহৃত হওয়ায় আয়ের হার কম। এসব বন্ড বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রকল্পে বিনিয়োগ করা হলে লাভবান হওয়া যেত এবং ব্যাংকের ওপর চাপও কমত। সুকুক অবশ্যই প্রকৃত সম্পদভিত্তিক হতে হবে, যাতে বিনিয়োগকারীর আস্থা তৈরি হয়।
এছাড়া শুধু মূলধন ও সুকুক বাজার নয়, বীমা বাজারের উন্নয়নেও নজর দেওয়া জরুরি। একই সঙ্গে কর কাঠামো ও প্রণোদনা সংস্কার করে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, অনেক দেশে মানুষ বেশি আয়কর দিলেও তার বিনিময়ে ভালো সেবা পায়। কিন্তু আমাদের দেশে মানুষ আয়কর দিয়েও তেমন কোনো সেবা পায় না, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে।
এই সমস্যা সমাধানে এনবিআরকে (জাতীয় রাজস্ব বোর্ড) সেবার মান উন্নত করতে তিনি আহ্বান করেন এবং এতে আয়কর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
এসময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।