বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লিতে ১৩ বছরের আফগান কিশোর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারত পৌঁছেছে এক কিশোর। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করার পর এই ঘটনা ধরা পড়ে। সরকারি সূত্রে জানা গেছে, কুন্দুজ শহরের ১৩ বছর বয়সী ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার ফ্লাইট শেষে বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা যায়।
বিমান সংস্থার কর্মীরা তাকে প্রথমে আটক করে এবং পরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, কেবল কৌতূহল থেকেই সে বিমানে প্রবেশ করেছে।
তার দাবি, সে বিমানবন্দরে গোপনে ঢুকে কোনোভাবে বিমানের ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করতে সক্ষম হয়। ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় টানা আকাশপথের যাত্রা অত্যন্ত প্রাণঘাতী হতে পারত। তবে সৌভাগ্যবশত কিশোর জীবিত অবস্থায় ধরা পড়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় কর্তৃপক্ষ দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠায় কাবুলে। এ ঘটনায় বিমানবন্দর ও এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা প্রটোকল আরও জোরদার করা প্রয়োজন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।