একটানা ৩৫ বছর হজের খতিব সৌদি গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

একটানা ৩৫ বছর হজের খতিব সৌদি গ্র্যান্ড মুফতির ইন্তেকাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের প্রধান শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আলে শায়খ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সৌদির রাজকীয় বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ এবং হারামাইন শারীফাইনের খাদেম মরহুম শায়খের গায়েবানা জানাজা পড়ার নির্দেশ দিয়েছেন। শায়খের জানাজার নামাজ আজ আসরের নামাজের পরে রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

শায়খ আব্দুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে ইসলামিক আইন, সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে ফতোয়া প্রদান, যা সৌদি আদালত ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলে। পাশাপাশি তিনি দেশটির সর্বোচ্চ উলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

শায়খ আব্দুল আজিজ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। এই দীর্ঘকালীন খুতবা প্রদানকে ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড করা হয়েছে। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে হজের খুতবা থেকে অবসর নেন। তার অবদান সৌদি আরবের ধর্মীয় ও সামাজিক জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

মৃত্যুর সংবাদে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান এবং মুসলিম উম্মাহ শোক প্রকাশ করেছে। তার জীবন ও কর্মকাণ্ড ধর্মীয় বিশ্লেষণ, শিক্ষা ও আইন ক্ষেত্রে সৌদি সমাজকে পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ