সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশি অভিযানে আসামি গ্রেপ্তার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মারধর, হেনস্তা ও নির্যাতনের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল রোববার (২১ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রংপুর সিটি করপোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারী ও সাবেক কাউন্সিলর লিটন পারভেজকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের শাপলা চত্বর এলাকা থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রতন মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, সাংবাদিককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। ‘জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই রাজবন্দী’ কোটায় রংপুর সিটি করপোরেশনে গোপনে ৬০০ জনের অটোরিকশার লাইসেন্স আবেদনের সংবাদ প্রকাশের পর সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগরীর কাচারী বাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে সাংবাদিকরা নগর ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি চালালে কর্মকর্তারা সাংবাদিকদের ওপর আরও হামলা চালান।
সাংবাদিক সমাজ এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ অংশ নেন। সাংবাদিক সমাজ মঙ্গলবারের মধ্যে দায়ীদের গ্রেপ্তার না হলে মহানগর পুলিশ কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেয়।
এই ঘটনায় রংপুরের সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।