নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন গ্রেপ্তার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কুড়িগ্রামে পুলিশের অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন জীবনও রয়েছেন। পুলিশ সুপার জানান, দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।
কুড়িগ্রাম পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার সব থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছেন:
-
রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রউফ (৪০) ও সাধারণ সম্পাদক মো. ছফিয়ার রহমান (৪৫)।
-
রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন জীবন।
-
চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০)।
-
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার।
-
রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান (২২)।
-
ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
-
ভূরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম (২৫)।
-
নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল হক (৪০)।
-
রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. শাহাদৎ হোসেন (২৯)।
-
উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৩)।
-
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী শেখ রায়হান পল্লব (২০)।
-
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম ওয়াদুদ (৫৫)।
-
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মো. আ. রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭)।
-
চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুর ই-এলাহী তুহিন (৫০)।
-
নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬)।
-
রমনা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মো. জাকিউল ইসলাম (৩২)।
অভিযানটি দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।