আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত, জিতলেই নিশ্চিত হতে পারে ফাইনালের টিকেট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়া কাপের সুপার ফোরে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের এ ধাপে ভারত পরিষ্কার ফেভারিট হলেও লড়াই জিতে নিলে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে ভারত যদি আজ জেতে, তবে সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, বাংলাদেশ জিতলেও সমীকরণে এগিয়ে যাবে এবং ফাইনালের দরজা খুলবে টাইগারদের জন্য।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের শুরু থেকে ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় অপ্রতিরোধ্য। এ সময়ের মধ্যে তারা খেলেছে ৩৫ ম্যাচ, হেরেছে মাত্র ৩টিতে। অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিলেও ভারতকে হারানো যে কঠিন কাজ, তা স্পষ্ট। তবু ক্রিকেটে অনিশ্চয়তার নামই বাস্তবতা, সেই অনিশ্চয়তায় ভর করে আজ বাংলাদেশ তাকিয়ে ফাইনালের স্বপ্নপূরণের পথে।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ প্রায় নিশ্চিত হয়ে এসেছে। ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। তিনে লিটন দাস ও চারে তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে থাকবেন শামীম হোসেন, এরপর ফিনিশার হিসেবে জাকের আলীর খেলার সম্ভাবনা বেশি। বোলিং আক্রমণে ভরসা মেহেদী হাসান, সঙ্গে থাকবেন নাসুম আহমেদ বা রিশাদ হোসেন। পেস আক্রমণে নিশ্চিত মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শরীফুলের পরিবর্তে সুযোগ পেতে পারেন তানজিম হাসান।
সব মিলিয়ে, আজকের ম্যাচ বাংলাদেশের জন্য শুধুই লড়াই নয়, বরং ফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়ে তোলার বড় সুযোগ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেলে টাইগারদের আত্মবিশ্বাসও পৌঁছাবে অন্য উচ্চতায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।